একুশে পা দিলেন সুহানা খান, মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন গৌরী 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৯:১৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৬

একুশে পা দিলেন সুহানা খান ৷ সদ্য তরুণী মেয়েকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানালেন গৌরী খান ৷ আদরের একমাত্র মেয়ের কেতাদুরস্ত ছবি পোস্ট করেছেন শাহরুখ-গিন্নি ৷ পোলকা ডটের পোশাকে সজ্জিত সুহানা ছবিতে একটি স্টাউলিশ ব্যাগ নিয়ে বসে আছেন চেয়ারে ৷

গৌরী লিখেছেন, ‘শুভ জন্মদিন! আজ, আগামিকাল এবং সবসময় তোমাকে ভালবাসব৷’ গৌরীর পোস্টের নীচে কমেন্ট করেছেন অভিনেত্রী নীলম ৷ বিগত দিনের এই নায়িকা লিখেছেন, ‘ প্রিয় সুহানার জন্য জন্মদিনের শুভ জন্মদিনের শুভেচ্ছা৷’ সঞ্জয় কপূর, ভাবনা পাণ্ডে-সহ আরও অনেক সেলেব্রিটি পোস্ট করেছেন সুহানার জন্মদিনে৷

বাবার মতোই তারকা হতে চান সুহানা ৷ এই মুহূর্তে তিনি নিউইয়র্কে পড়াশোনা করছেন ফিল্ম মেকিং নিয়ে৷ সুপারস্টার বাবার নির্দেশ, অভিনয়ে পা রাখার আগে পড়াশোনা শেষ করতেই হবে ৷ তবে অভিনয়ে আসার আগেই সুহানা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ৷ তিনি নিয়মিত আপডেটও দেন তাঁর জীবনযাপনের ৷ অনুরাগীদের অজস্র মন্তব্যে ভেসে যায় তাঁর প্রতি পোস্ট ৷

সুহানা অভিনয়ে আগ্রহী হলেও রুপোলি দুনিয়ায় পা রাখার ইচ্ছে নেই শাহরুখের ছেলে আরিয়ানের ৷ সম্প্রতি তিনি সাদার্ন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন ৷ সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত সমাবর্তনে আরিয়ানের ছবি ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে ৷ তবে আরিয়ান নিজেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে ভালবাসেন৷ আরিয়ান, সুহানা ভাই আব্রাম মুম্বইয়েই থাকেন শাহরুখ গৌরীর সঙ্গে৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত