একাকিত্ব - বর্ণালী চ্যাটার্জী
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ | আপডেট : ১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০
একাকিত্ব
বর্ণালী চ্যাটার্জী
যাই পালিয়ে অনেক দূরে
সবার চোখ কে ফাঁকি দিয়ে
ইচ্ছে গুলোর গলা টিপে
অনিচ্ছাকে সঙ্গী করে
কেউ জানতে চাইলে
বলবো আমি...
একাকিত্বের সঙ্গী খুঁজি
সবাই বলে সেটা নাকি
ভালো থাকার চাবিকাঠি।
বন্ধু মানেই দ্বন্দ্ব বিরোধ
ভালো থাকার ফাটল ভাঙ্গন
একাকিত্বের গোপন ব্যথায়
প্রলেপ দেওয়ার ছল...
তবে আমরা মিছে
কেন বন্ধু খুঁজি...
একাকিত্ব ঘোচাতে আমি
ক্যানভাসে তুলি টানি কিংবা
নিজের কথার কবিতা সাজাই
বেশ তো কাটে দিন...
তুবু কেন পালাই আমি
ইচ্ছে গুলোর গলা টিপে
অনিচ্ছাকে সঙ্গী করে?
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত