উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানের আগুন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৪:৪১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪
রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডে ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ। এর আগে দুপুর ১২টা ৩ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
রাশেদুল খালিদ জানান, উত্তর বাড্ডার সাঁতারকুল রোডে ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত