ঈদের শুভেচ্ছার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগালেন বলিউড তারকারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২১, ২১:৪৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

ভারত ছেয়ে গেছে করোনার কালো ছায়ায়। সাধারণ মানুষ থেকে তারকা, সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার মাঝে আজ ঈদের খুশিতে মেতে উঠেছে দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি করোনার মতো মারাত্মক ভাইরাসের সঙ্গে লড়াইয়ের সাহস জুগিয়েছেন। 

অমিতাভ বচ্চন, সুস্মিতা সেন, অনিল কাপুর, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, বরুণ ধাওয়ান, মনোজ বাজপেয়ি, দিয়া মির্জা প্রমুখ অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন টুইটে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সুপারস্টার অক্ষয় কুমার ঈদ মোবারক জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের সুন্দর স্বাস্থ্য ও শান্তি দিক।’  

এদিকে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। বলিউডের খ্যাতিমান নির্মাতা ও পরিচালক করণ জোহর টুইটে লিখেছেন, ‘সবাইকে অফুরান ভালোবাসা। প্রতিটি জীবন আলোকোজ্জ্বল হয়ে উঠুক। বলিউড সুপারস্টার অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘তাঁদের জন্য প্রার্থনা করছি, যাঁরা আমাদের মধ্যে নেই। আর যাঁরা এই কঠিন সময়ের সঙ্গে লড়ছেন, তাঁদের জন্য আরও বেশি প্রার্থনা করি। আরও প্রার্থনা করি তাঁদের জন্য, যাদের আর কেউ নেই।’

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা একটি ছবি পোস্ট করে ‘চাঁদ মোবারক’ জানিয়েছেন। বলিউডের দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ি টুইটে লিখেছেন, ‘আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘চাঁদ মোবারক। আল্লাহ আমাদের পরিবার, ভাইবোন ও অভিভাবকদের নিরাপদ এবং সুস্থ রাখুন। মাথার ওপর ছাদ, খাবার, মানসিক শান্তি আর এই পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের শক্তি যেন আল্লাহ আমাদের দেন।’ বলিউড তারকা আর মাধবন টুইট করে সবার কাছে ঈদের শুভেচ্ছা আর ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছেন। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ঈদের শুভেচ্ছাবার্তায় গভীর বেদনা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমি গভীর বেদনা অনুভব করছি। বিশ্বজুড়ে মানুষের যন্ত্রণা দেখে উৎসব উদ্‌যাপনের আনন্দ অনুভব করতে পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, বিশ্বে পুনরায় শান্তি এবং ঐকতান ফিরিয়ে আনার।’ বলিউডের নামকরা পরিচালক ও নির্মাতা সুভাষ ঘাই টুইট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত