আমিরাতে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১১:১৩ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:০১

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।দুবাইয়ে দেশটির মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী ইমরান আহমদএ আহ্বান জানান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হাবতুর প্যালেসে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক দ্বিপাক্ষিক বৈঠকে অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জ্নাা গেছে, বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি দুবাইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশিদের অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ দেশটিতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। মন্ত্রী ইমরান আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছেন।

তারই পরিপ্রেক্ষিতে আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী পর্যায়ক্রমে সব প্রদেশের কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। বৈঠকে অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত