আপনাদের দুঃখের বিষয় গুলোর শান্তি পূর্ণ সমাধান করতে চাই: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৫, ১৩:৩০

ভারতের আগ্রাসনে তিস্তা নদী কেবল একটি জলপ্রবাহ নয়, এটি নদী পাড়ের মানুষের দীর্ঘশ্বাসের নাম। ভারতীয় বাঁধ ও একতরফা ভাবে পানি প্রত্যাহার ও পানির ন্যায্য হিস্যা না দেয়ায় শুকনো মৌসুমে এ নদী রিক্ত, বর্ষায় ভয়ংকর রূপ নেয়, ডেকে আনে বিধ্বংসী বন্যা ও নদীভাঙ্গন। এই দুর্দশার চিত্র সরেজমিনে দেখতে এবং স্থানীয়দের আর্তনাদ শুনতে রংপুরের কাউনিয়া তিস্তা পয়েন্টে রবিবার বিকালে আসেন অন্তর্র্বতী সরকারের দুই শীর্ষ উপদেষ্টা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিস্তা নদীর পানি সমস্যা সমাধানে গণশুনানি অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন তিস্তা নদীর কান্না বিশ^ দরবারে পৌছে দিতে চাই। আপনাদের দুঃখের বিষয় গুলোর শান্তি পূর্ণ সমাধান করতে চাই। আপনাদের সমস্যা গুলো সরেজমিনে দেখে গেলাম সেই অনুযায়ী সমাধানের ব্যবস্থা করবে সরকার। ২০২৫ সালের শেষ দিকে হলেও আমরা এই সমস্যা সমাধানে বাস্তবধর্মী উদ্যোগ গ্রহন করতে চাই। গণশুনানীতে অংশ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন আমি আপনাদের এলাকায় দ্বিতীয় বার আসলাম, আমি আপনাদের পাশে থেকে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। আমি প্রয়োজনে আরও চার বার আসবো আপনাদের এলাকায় শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া যোগাযোগ উন্নয়ন যা যা করা দরকার তা করা হবে। জেলা প্রশাসক রংপুর এর সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব আকতার হোসেন, সচিব তারিকুল ইসলাম, লালমনিরহাট উপজেলা সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এমদাদুল হক ভরসা, সাধারন সম্পাদক শফিকুল আলম শফি, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান। তিস্তা নিয়ে প্রকল্প নয়, শ্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাউনিয়া উপজেলা শাখার পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়। অপরদিকে, জাগো বাহে তিস্তা বাঁচাই, শ্লোগানে তিস্তা নদীর পানি সমস্যা সমাধান ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১১ পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্য আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে এই কর্মসূচি সফল করতে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা চলছে। আসাদুল হাবীব দুলু বলেন, তিস্তা এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা নদী এখন ধু-ধু বালু চর। কারণ পার্শ্ববর্তী দেশ শুষ্ক মৌসুমে নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখে, আর বর্ষা মৌসুমে বিনা কারণে পানি ছেড়ে দেয়। ফলে বন্যায় লাখ লাখ পরিবারের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়, হাজার হাজার মানুষ ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়। যে তিস্তা মানুষের জীবন-জীবিকার একমাত্র ভরসা ছিল, সেই তিস্তা এখন বর্ষাকালে অভিশাপ আর শুষ্ক মৌসুমে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত