আদমদীঘির চাঁপাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সারোয়ারের ইন্তেকাল, শোক প্রকাশ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১৮:১২ | আপডেট : ৯ নভেম্বর ২০২৫, ০২:৩৯
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেজার গ্রামের প্রবীন ব্যক্তিত্ব সারোয়ার হোসেন (৮৫) দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গতকাল শনিবার (৮ নভেম্বর) বেলা ২ টায় বগুড়ায় টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন। পরদিন রোববার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নিজ বেজার গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এইদিকে সারোয়ার হোসেনের মুত্যুতে তার ভাতিজা বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত