আদমদীঘিতে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১৭:২৫ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮
বগুড়ার আদমদীঘির সান্তাহার বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে । গতকাল শনিবার সকালে ওই ছাত্রীরা মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঘটনার নায়ক সুলতান হোসেন (১৯ কে একমাত্র আসামী করে এই মামলা দায়ের করেন ।
মামলার এজাহারে জানা গেছে, উপজেলার ছোট মালশন এলাকার জয়নাল আবেদীন ও তার স্ত্রী পান্না বেগম চাকুরীর সুবাদে তাদের দুই মেয়েকে নিয়ে নারায়নগঞ্জ ছিলেন । গত ঈদুল আযাহার ছুটিতে স্বপরিবারে তাঁরা গ্রামের বাড়ী ছোট মালশনে আসেন । গত ৩০জুলাই বৃহস্পতিবার দুপুরে ওই স্কুল ছাত্রী সান্তাহার শহরের উপহার টাওয়ারের একটি বিপনী বিতানের নিকট গেলে একই এলাকার ইসমাইল মোল্লার ছেলে সুলতান মোল্লা ছাত্রীকে কৌশলে মটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। এরপর রাত হলে সুলতান মোল্লা ওই ছাত্রীকে নওগাঁ জেলা শহরের আরজিনওগাঁয় তার খালার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে । পরে ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সূলতান মোল্লা পালিয়ে যায়।এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে শনিবার আদমদীঘি থানায় ঘটনার নায়ক সুলতান মোল্লাকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আদমদীঘি অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত