আদমদীঘিতে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৯:৪৭ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ১৯:৩৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভটভটির ধাক্কায় আব্দুল মোমিন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৭টায় বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা বেইলী ব্রীজ এলাকায়।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ছোটআখিড়া গ্রামের মোজার ছেলে আব্দুল মোমিন একই উপজেলার কদমা গ্রামের তার শ্বশুড় বাড়ী থেকে শনিবার সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে দমদমা বেইলী ব্রীজ এলাকায় সান্তাহার মৎস্য আড়ৎ থেকে ফেরার পথে বিপরিত দিক থেকে আসা ভটভটির ধাক্কায় আব্দুল মোমিন গুরুত্বর আহত হয়। গুরুত্বতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় ভটভটি চালক উপজেলার কদমা গ্রামের ছবের উদ্দিনের ছেলে জিল্লুর রহমান ও ভটভটি যাত্রী করজবাড়ি গ্রামের সয়েব উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন গুরুত্বর আহত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত