গ্রেফতার ৩০ জনের জামিন হয়নি

অটোরিকশাচালকদের বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১৮:০২ |  আপডেট  : ১৭ জুন ২০২৪, ০০:৫৫

রাজধানীর মিরপুর এলাকায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পৃথক দুই থানার মামলায় গ্রেফতার ৩০ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

আসামিদের মধ্যে প্রথম ১৫ জন মিরপুল মডেল থানার মামলার আসামি। তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। বাকি ১৫ জন পল্লবী থানার মামলার আসামি। তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন অনিক, আবু বক্কর, আলী হোসেন, সাগর মৃধা, সাগর শেখ, বকুল হোসেন, নুরুল ইসলাম, মাজেদ আলী, মোতাহার হোসেন, দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, শাহাবুদ্দিন, নুরুল আমিন, জুনায়েদ, জাকির হোসেন, রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুল মোতালেব, জালাল শরীফ, মোরসালিন মিয়া, শাহজাহান মিয়া, রাসেল, ওয়াজিব, আনোয়ার হোসেন, আতাউর রহমান, সুমন, নুর মোহাম্মদ, শরীফ।

গত ২০ মে তাদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন ২৩ মে ধার্য করেন আদালত। ওই দিন কাফরুল থানার মামলায় ১২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে গত ১৯ মে আগারগাঁও, মিরপুর ১, ১০ ও আশপাশের এলাকায় অটোরিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়ে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন।

ওই সময় মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন অটোরিকশাচালকরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি ও কাফরুল থানায় একটি মামলা করেছে। চার মামলায় আসামি করা হয়েছে প্রায় ২ হাজার ৫০০ জনকে। 

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত