২৬-২৭ মার্চ রাজধানীর সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৭:৫০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল উদযাপন আয়োজনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা।  সর্বশেষ ২৬ মার্চের আয়োজনে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বাংলাদেশের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে আসা বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এমনকি কিছু কিছু সময়ের জন্য সেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এ সাময়িক অসুবিধার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত