২৩ এপ্রিল হতে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৭:৩৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৬

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রতিদিন অনলাইনে সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।

২৫ এপ্রিল থেকে কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে—এমন অনুমানে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যদি ১ মে চাঁদ দেখা না যায় সে ক্ষেত্রে ২৮ এপ্রিল ২ মে’র টিকিট দেওয়া হবে।

১ মে ফিরতি যাত্রার টিকিট দেওয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত