সরকারি উদ্যোগকে ছাড়িয়ে গেছে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগ: দাউদ মিয়া

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৩:৫২ |  আপডেট  : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯

বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের নানাবিধ সামাজিক কার্যক্রম দেখে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া বলেছেন, “কখনো কখনো কিছু উদ্যোগ সরকারি উদ্যোগকে ছাড়িয়ে যায়, লতিফ মাস্টার ফাউন্ডেশনে এসে আমার সেটিই মনে হচ্ছে।” শনিবার (৯ আগস্ট) বাগেরহাটের বেশরগাতি গ্রামে অবস্থিত এই ফাউন্ডেশনে এসে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে মো. দাউদ মিয়া এমন মন্তব্য করেন।
এর আগে তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্তর্গত স্বপ্ননীড়-বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস, বেশরগাতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি, বেশরগাতি রকেট স্পোর্টিং ক্লাব, বেশরগাতি অ্যাগ্রো ফার্ম ও বায়তুল লতিফ জামে মসজিদ ঘুরে দেখেন। একটি প্রতিষ্ঠানের ছায়াতলে এতগুলো প্রকল্প ব্যক্তি উদ্যোগে চলমান রাখায় বিস্ময় প্রকাশ করেন দাউদ মিয়া। দাউদ মিয়ার লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শনের খবরে বাগেরহাট জেলার নিবন্ধিত এনজিওর কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানাতে আসেন। এসময় তারা নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন। অনেকে জানান, গত ১৭ বছরে সরকারি কোনো প্রকল্পেই তারা কাজ করতে পারেননি। নির্দিষ্ট একটি দলের পরিচয়ে কাজ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। এসব অভিযোগ শুনে মো. দাউদ মিয়া জানান, তার সময়কালে কোনো বৈষম্য হবে না।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত