শিমুল বিশ্বাস করোনায় আক্রান্ত  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৩:৫১ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

রোববার (৪ এপ্রিল) দিনগত রাতে শিমুল বিশ্বাস নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চার দিন ধরে অসুস্থ বোধ করছিলাম। কাশি আছে, তবে জ্বর নেই। গত শুক্রবার (২ এপ্রিল) করোনার পজিটিভ রিপোর্ট পেয়েছি।  

হাসপাতালে ভর্তি হবেন কিনা জানতে চাইলে শিমুল বিশ্বাস বলেন,  চিকিৎসকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবো। আপাতত বাসায় আছি।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত