শিবগঞ্জে সাড়ে ৮লাখ টাকাসহ আলু ব্যবসায়ী নিখোঁজ
প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৯:৩৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার থেকে মোঃ মাসুদুর রহমান মাছুদ নামে এক আলু ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে সাড়ে ৮লাখ টাকার ব্যাগসহ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ আলু ব্যবসায়ী মাছুদ (৩৪) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসুন গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন মাস্টারের ছোট ছেলে।
মাছুদের বড় ভাই আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, তার ভাই মাছুদ একজন ব্যবসায়ী, সে কিচক বাজারে আলু ক্রয়ের জন্য বৃহস্পতিবার রাতে বাজারে অবস্থান করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে পায়খানা করার জন্য ফেনিগ্রাম- সাতানা পাড়া রোডের দিকে গিয়ে ছিলেন তখন থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
আলু ক্রয়ের জন্য মাছুদের কাছে নগদ ৮ লক্ষ ৫০ হাজার টাকা ছিল। পরিবারের ধারনা টাকাসহ মাছুদকে অপহরন করা হয়েছে। স্থানীয়রা জানান, এর আগেও কিচক বাজারের পরপর কয়েক দফা টাকা ও মোবাইল ছিনতায়ের ঘটনা ঘটেছে।
বিষয়টি শিবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম নিশ্চিত করে জানান, মাছুদের সন্ধ্যানে পুলিশ অভিযানে নেমেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত