শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫

বগুড়ার শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের আয়োজনে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েন বৃত্তি পরীক্ষা ২৪ এর মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট প্রদান করেন শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি এত্র প্রতিষ্ঠানের ১০০০ শিক্ষার্থী, ৪০ জন দক্ষ শিক্ষকমন্ডলী, শিক্ষার পরিবেশ, বিশাল খেলার মাঠ দেখে সন্তোষ প্রকাশ করেন ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মেকাঈল মীর, অসিম রহমান, স্বপন কুমার, ফিরোজ আহম্মেদ, ইকরামুল, ইমরান, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল, হান্নান খান, উজ্জল, উম্মে সালমা, মিসতারা, সখি রানী, সুমাইয়া, উম্মে হানী প্রমুখ।

উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানের ১ম শ্রেনী থেকে ৮ম শ্রেনীর ট্যালেন্টপুল ৩৪, সাধারন গ্রেডে ৫৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত