রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১১:৩১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩

স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
 
মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি জানান, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভাল। তার জ্বর নেই এবং কাশিও কমছে।
 
আরিফুর রহমান আরও জানান, প্রতিদিনই এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভাল পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
 
উল্লেখ্য, গত ১৬ মার্চ বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত