মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন স্বাধীনতা পরিষদ নিরঙ্কুশ বিজয়
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৯:৫০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮
মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন স্বাধীনতা পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে স্বাধীনতা পরিষদ ১০টি পদের সবকটিতে জয়লাভ করেছে। শনিবার সকাল ৯ টা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীন ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। ৩২০ জন ভোটারের ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ১৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী নিশান সাবের ৯৭ ভোট পান। সহ-সম্পাদক পদে আলি রেজা বিছু ১৪৬ মহিত আলি ১৭৮,নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু ১৮৯, মৌসুমী ঢালী ১৮৭,জাহিদ হাসান রাজিব ১৭০,সুলতানা রাজিয়া টনি ১৯৭, মিনারুল ইসলাম১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত