মেহেরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কল্যাণ সংস্থার সাধারণ সভা

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর:

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৬:২১ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭

মেহেরপুরে সোমবার সকাল এগারটার দিকে প্রান্তিক হলপাড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কল্যাণ সংস্থার সাধারণ সভা করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আহাদ আলীর স ালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন। সার্বিক উন্নয়ন ও সমাজের উন্নয়ন সম্পর্কে সাধারণ সভায় আলোচনা করা হয় এবং মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কল্যাণ সংস্থার রেজিস্ট্রেশন করার জন্য সভায় আলোচনা করা হয়। 

সবার সম্মতিক্রমে পূর্বের কোষাধক্ষ্য মোঃ ইসাদ্দেক আলীকে বাতিল করে নতুন কোষাধক্ষ্য হিসাবে আতাউল ওয়াজেদকে নির্বাচিত করেন। উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর শহর সমাজসেবা অধিদপ্তরের অফিসার মোঃ সোহেল মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিস সহকারী আবু তালেব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিঃ কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ খাঁন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ, মিজান, আব্দুল জলিল, খাঁজা আহমেদ, আসাদুজ্জামান, ফকির মোহাম্মদ, ওয়াজেদ আলী, আব্দুল ওয়াদুদ সহ আরো অনেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত