মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) : কার হাতে উঠবে ধানের শীষ?

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ |  আপডেট  : ৩ নভেম্বর ২০২৫, ২৩:১৩

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে জমে উঠেছে আলোচনা।

সরজমিনে মাঠপর্যায়ে গিয়ে দেখা গেছে,  আলোচনায় রয়েছেন চার জন প্রার্থী। তারা হলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ, দলটির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী এবং ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম আহবায়ক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া  স্মৃতি পাঠাগারের সভাপতি মো. ফরহাদ হোসেন।

স্থানীয় পর্যায়ে চারজনই দীর্ঘদিন ধরে দলের পক্ষে সক্রিয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের আগে মাঠ পর্যায়ে তাদের মধ্যে প্রতিযোগিতা এখন সমানতালে চালাচ্ছেন। 

গত ২৭ অক্টোবর গুলশানের দলীয় কার্যালয়ে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। এতে মুন্সিগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা অংশ নিয়ে সরাসরি তারেক রহমানের কাছ থেকে বার্তা পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রায় ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। 

বৈঠকের পর থেকেই মুন্সিগঞ্জ-১ আসনের রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। স্থানীয় নেতাকর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার শুরু করেছেন ফেসবুক, ব্যানার ও পোস্টার প্রচারণার মাধ্যমে। অন্যদিকে কেন্দ্রীয় পর্যায়ে মনোনয়ন বোর্ডের সদস্যরাও প্রার্থীদের মাঠপর্যায়ের অবস্থান, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার পরিসংখ্যান যাচাই করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, যার সাংগঠনিক ভূমিকা, আন্দোলনে সক্রিয়তা ও জনসমর্থন সবচেয়ে দৃশ্যমান, তাকেই দেওয়া হবে ধানের শীষের মনোনয়ন। তবে শেষ মুহূর্তে কৌশলগত কারণে আসন বিন্যাসে পরিবর্তনও আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সবকিছু মিলিয়ে, মুন্সিগঞ্জের সংসদীয় ১ আসনে বিএনপির মনোনয়ন এখনো অনিশ্চয়তার ঘেরাটোপে। এই চার জনের মধ্যে কে শেষ পর্যন্ত ধানের শীষের প্রতীক পাবেন-সেটি নিয়ে এখন শ্রীনগর-সিরাজদিখানে জমে উঠেছে আলোচনা।

কা/আ 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত