মুন্সিগঞ্জে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে এইচপিভি টিকাদান প্রদান

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৫ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, এইচপিভি টিকা নেব দল বেঁধে”-স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে এই এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে সরকারি সিদ্ধান্ত মতে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত। ১০ থেকে ১৪ বছরের অধ্যায়নত মেয়ে শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। এরই অংশ হিসাবে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের এই এইচপিভি টিকাদান প্রদান করা হয়েছে। এতে ৬ষ্ঠ শ্রেণি ১১২ জন, ৭ম শ্রেণি ৮৬ জন, ৮ম শ্রেণি ৭০ জন, নবম শ্রেণি ৭২ জন। মোট ৩৪০ জনকে এইচপিভি টিকা প্রদান করা হয়।

এসময় কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সাহানা আখতারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত