মির্জা ফখরুল করোনায় সংক্রমিত
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১২:৩২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৯:২০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার [২৩ মে] সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।
আজ সকাল সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।
প্রসঙ্গত, এবারসহ তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন মির্জা ফখরুল। তিনি করোনা ভাইরাসরোধে চার ডোজ টিকা গ্রহণ করেছেন। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত