বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে এসএসসি ৮২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১২:০৫ |  আপডেট  : ৩ নভেম্বর ২০২৫, ২০:৫২

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামে ভাগ্যকূলের সাবেক জমিদার শ্রী যদুনাথ রায়ের বাড়ি, বর্তমানে বৃহত্তর ঢাকার একমাত্র আঞ্চলিক জাদুঘর বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ৮২ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্ধু সম্মিলন। শৈশবের দুরন্তপনায়, একে অপরের কাঁধে হাত রেখে, আর পায়ে পা মিলিয়ে শুরুটা হয়েছিল যাদের পথ চলার, জীবিকার তাগিদ, সেই বন্ধুত্বের সম্পর্কে ভাটা লাগিয়ে বিরতি দিয়েছিল প্রায় অর্ধশত বছর। দীর্ঘ এ সময়ে কেউ প্রতিষ্ঠিত হয়েছেন দেশে, কেউ বিদেশে। তবে বন্ধুত্বের টান যে কোনো বাঁধাই মানে না, সেই দৃষ্টান্ত রাখতে সারা দেশ থেকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ছুটে এসেছেন এসএসসি ৮২ ব্যাচের প্রবীণ শিক্ষার্থীরা। 
মুন্সীগঞ্জ জেলা এসএসসি ব্যাচ ৮২-এর আয়োজনে সারা বাংলাদেশ থেকে ৫০টি জেলার বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করে‌ন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ১০টা থেকে এসো তারুণ্যের উৎসবে আহ্বানে জুমার নামাজের বিরতি দিয়ে সারাদিন ‘আনন্দে, হাসি গল্প আর বন্ধুত্বের প্রাণের বন্ধনেথ স্লোগান। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ের সে সময়কার প্রবীণ ১৫ জন স্কুল শিক্ষককে। এছাড়া এই বন্ধুদের ছেলেমেয়ে যারা এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকেও সম্মানিত করা হয়। এদিন নগর ব্যস্ত জীবনের শত বাঁধা উপেক্ষা করে, স্কুল জীবনের স্মৃতিচারণে শৈশবে ফিরে যেতে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী শামিল হয় এই আয়োজনে। তারা বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন এবং একই ছাদের নিচে বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য দেখে অভিভূত হন। 
উদ্যোক্তারা জানান, সারা বাংলাদেশের বন্ধুদের কাছে বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্যই আমরা বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণ বেছে নিয়েছিলাম এবং সত্যিকার অর্থে আমাদের বন্ধুরা বিক্রমপুর জাদুঘর ঘুরে ঘুরে দেখে বিক্রমপুরকে দেখে গেছেন। ভাগ্যকূলের পদ্মাপাড়ে আড়িয়ল বিলের পাশে নেচে-গেয়ে আর নানা আয়োজনে দিনটিকে বিক্রমপুরের আতিথেয়তা ও ঐতিহাসিক ভেন্যু যা বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য স্মরণীয় রেখে স্মৃতির পাতায় তুলে রাখলেন সবাই। বন্ধুত্ব বেঁচে থাকুক, বন্ধুত্ব টিকে থাকুক, এমন আকুতিটুকুই ছিল যেনো সবার চোখে মুখে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত