ফ্যাশন হাউজ খুললেন আঁখি আলমগীর, মডেল হলেন তার মেয়ে স্নেহা
প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৯:৩৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর ব্যবসা শুরু করেছেন। একই সঙ্গে ফ্যাশন ডিজাইনার হিসেবেও যাত্রা শুরু হয়েছে তার। আর নিজের প্রতিষ্ঠানের প্রথম মডেল করেছেন মেয়ে স্নেহাকে।
ফেসবুকে নিজের ফ্যাশন হাউজ ‘মখমল’-এর নামের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন আঁখি। পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করার কথাও জানা তিনি।
আঁখি আলমগীর বলেন, ছোটবেলা থেকেই পোশাক ডিজাইন করার প্রতি আমার ভালোবাসা ছিল। এটা একটা শখও। বড় হওয়ার পর আমার ডিজাইনে অনেক পোশাক বানিয়েছি। সেসব পোশাক বিশেষ করে শাড়ির প্রশংসা করেছেন অনেকে। নিজের ডিজাইনে আমি যে ধরনের শাড়ি পরি অনেকেই তা পরতে চান। সে ভাবনা থেকে এবার আমার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা।
তিনি আরও জানান ফ্যাশন হাউজটির কার্যক্রম আপাতত অনলাইনে চলবে। মহামারি পরিস্থিতি স্বাভাবিক হলে আউটলেট খোলারও পরিকল্পনা রয়েছে এই গায়িকার।
আঁখির ফ্যাশন হাউজ ‘মখমল’-এ শুরুতে তার ডিজাইন করা শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন শাড়ি পাওয়া যাবে। পাওয়া যাবে কিছু কাজিমও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত