পঞ্চগড়ে মোটরসাইকেল- ট্রাক সংঘর্ষে নারী নিহত, সড়ক অবরোধ ঘটনাস্থলে প্রশাসন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৮
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে জনতার সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । এতে দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা রিনা আক্তার (৪৫) নিহত হন। তার স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা অবৈধ স্পিড ব্রেকার অপসারণসহ নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জনতার মাঝে প্রবেশ করে শান্তনা দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ঘটনার পর জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। পঞ্চগড়বাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে তাতে আমি অভিভূত। আমি আশ্বস্ত করেছি সমস্যার সমাধান হবে। তারা এক সেকেন্ড দেরি না করে সড়ক ছেড়ে দিয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নীলফামারী জেলার হলেও পঞ্চগড়ে অতিরিক্ত দায়িত্বে আছেন। তাকে বিকেলে দেখা করতে ডেকেছি। রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে এটি দ্রুত শেষ করার নির্দেশ দেবো। যদি রাস্তায় বিজিবির কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রয়োজনীয় অংশ সরিয়ে রাস্তাটি প্রশস্ত করা হবে।
তিনি জানান, ইতোমধ্যে সড়কে বালু ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং ভবিষ্যতে তা আরও কঠোর করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত