নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রাফাত মজুমদারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম বলেন, ১২ সেপ্টেম্বর হওয়া একটি হত্যা মামলায় রাফাত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

তবে হত্যা মামলাটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানতে পারেননি ওসি তৌহিদ আলম। তিনি বলেন, থানার বাইরে আছেন। থানায় গিয়ে বিস্তারিত জানাতে পারবেন।

রাফাত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বেশ কয়েকজন নির্মাতা। এ নিয়ে তাঁরা ফেসবুকে পোস্ট দিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত