নাটোরে রেললাইনে শিকল বেঁধে নাশকতার চেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ আগস্ট ২০২৫, ১৩:৫১ |  আপডেট  : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯

নাটোরের নলডাঙ্গায় মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। স্টেশনের দক্ষিণ পাশে লাইনে শিকল ও তালা লাগানো অবস্থায় দেখা গেছে।

রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে শিকল ভেঙে ফেলেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অন্য লাইনে ট্রেন থাকায় কোনো ক্ষতি হয়নি। কে বা কারা পরিকল্পিতভাবে রেললাইনে শিকল-তালা লাগিয়ে এই কাজটি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত