নন্দীগ্রামে রাজমিস্ত্রির সাথে বাড়িওয়ালার মেয়ে উধাও
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৯:১৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:২১
বগুড়ার নন্দীগ্রামে রাজমিস্ত্রির সাথে বাড়িওয়ালার মেয়ে উধাও হয়ে যাওয়ার চা ল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ভাদুম গ্রামে।
জানা গেছে, উপজেলার বৈলগ্রামের ফজলার রহমানের বিবাহিত ছেলে ফোরকান আলী (২৫) ভাদুম গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো। সেই সুবাদে রফিকুল ইসলামের দশম শ্রেণীতে পড়–য়া মেয়ের সাথে ফোরকান আলীর সখ্যতা গড়ে উঠে। এর এক পর্যায়ে ২০ মার্চ ফোরকান আলী ওই মেয়েটিকে নিয়ে উধাও হয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর ২১ মার্চ দিবাগত রাতে থানা পুলিশ ওই মেয়েটিকে উদ্ধারসহ ফোরকান আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ওই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত