নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার যোগদান
নাজমুল হুদা
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫
বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা যোগদান করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এরপূর্বে তিনি বিভিন্ন দপ্তরে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১ ডিসেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরাকে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের সদস্যরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, এরপূর্বে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন আরিফুল ইসলাম। তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুলনা সিটি কর্পোরেশনে বদলি করে দেন। এরপর কয়েকদিন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিকট থেকেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা দায়িত্বভার গ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত