নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড়

  নাজমুল হুদা

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষকের ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভর মাঝগ্রামের শুকবর আলী তালুকদারের ছেলে গোলাম মোস্তফার বাড়ি সংলগ্ন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে কৃষক গোলাম মোস্তফা ও তার চাচা জোব্বার আলী তালুকদার জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে ধান মাড়াই করে। ধান মাড়াই শেষে আলাদা করে ৬০ বিঘা জমির ৫টি খড়ের পালা দেয় এবং ৬ বিঘা জমির ধান মাড়াই শেষ না হওয়ায় ধানের বোঝাগুলো স্তুপ করে খোলাতেই রেখে দেয়। এমতাবস্থায় রবিবার গভীর রাতে ওই ৫টি খড়ের পালায় ও ধানের বোঝার স্তুপে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। 

এতে আনুমানিক ৪ লাখ টাকার ধান ও খড় পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম মোস্তফা। তিনি জানান, কেবা কারা শত্রুতামূলকভাবে এই অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও গাছপালার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরো জানান, গভীর রাতে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে গেলে বাহিরে এসে দেখি খড়ের পালা ও ধানের বোঝার স্তুপে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পরিনি। এ ঘটনায় তিনি নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত