নতুন অর্থবছরে বিভিন্ন খাতে বরাদ্দ তালিকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২৩, ১৯:০৫ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০৯

শিক্ষা খাত 

বৃহস্পতিবার (১ জুন) উত্থাপিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ১ লাখ ৪ হাজার ১৩৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৯৯ হাজার ৯৭৮ কোটি টাকা যা পরবর্তীতে সংশোধন করে কমিয়ে ৮৫ হাজার ১৭০ কোটি টাকা করা হয়।

 শিক্ষা ও প্রযুক্তি খাতের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ২৭ হাজার ৭০৩ কোটি টাকা। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৩ হাজার ৬৫৩ কোটি টাকা।
 
এর বাইরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি অর্থবছরে এ বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ১৫১ কোটি টাকা।

স্বাস্থ্য খাত

২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন। 
গত অর্থবছরে (২০২১-২০২২) এ খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা ছিল। এই বছরের তুলনায় ১ হাজার ১৮৯ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

কৃষিখাত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয় খাতে ২৫ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ২২৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৩৩ হাজার ৮০৯ কোটি টাকা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১৩০৯ কোটি ৮৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর মধ্যে উন্নয়ন খাতে ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯২৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। 

২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৭৮৬ কোটি ৫০ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৮৪৭ কোটি ৯০ লাখ ৪৯ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট সংশোধিত বাজেট এর পরিমান ছিল ১৬৩৪ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকা। অর্থাৎ এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের 
সংশোধিত বাজেটের তুলনায় ৩২৪ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার টাকা কম। 

বস্ত্র ও পাট  খাত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পাট খাতে ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৬২৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ৬০৩ কোটি টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক এবং সেতু বিভাগ

আগামী অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগে মোট ৪৮ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  
এর মধ্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩৯ হাজার ৭১০ কোটি টাকা এবং সেতু বিভাগের জন্য ৯ হাজার ৭৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু খাত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাতে ১ হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ৫০১ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৩৫৭ কোটি টাকা।

নৌ-পরিবহন খাত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নৌ-পরিবহন খাতে ১০ হাজার ৮০১ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। 
২০২২-২৩ অর্থবছরে এই খাতে বাজেট বরাদ্দ ছিল ৭ হাজার ২২৪ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ হাজার ৫৭৭ কোটি টাকা।

নির্বাচন কমিশন সচিবালয়

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
তিনি বলেন, গত ২০২২-২৩ অর্থবছরে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল ১ হাজার ৫৩৮ কোটি ৮৮ লাখ টাকা যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ১ হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা।

সামাজিক সুরক্ষা ও দূর্যোগ

বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে ১৩ হাজার কোটি টাকা বাড়ছে। পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়বে সাত লাখ। সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ তা প্রতিবন্ধী, জেলেসহ ১৪৩টি প্রকল্পে খরচ করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত