দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতে নিরাপদ: তারেক রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৫২

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতে নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা আপনাদের মনে আছে? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজি রেখে ভারতকে তাড়িয়ে বাংলাদেশেরই অংশ তালপট্টি দ্বীপ নিয়ন্ত্রণ নিয়েছিলেন। পানির ন্যায্য হিসাব পাওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছে একমাত্র বিএনপি। তারও আগে ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান শাসনভার গ্রহণ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলুপ্ত হয়ে যেত।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, দেশে দুর্নীতির লাগাম টেনে ধরার ট্রাক রেকর্ড একমাত্র বিএনপি'র আছে অথচ ঢালাওভাবে মিথ্যা প্রচার করা হয় বিএনপির আমলে নাকি দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল! ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচক প্রকাশ শুরু করে ২০০১ সালে। রিপোর্ট প্রকাশ করে একই বছরের ডিসেম্বরে। অথচ বিএনপি ক্ষমতায় এসেছিল ২০০১ সালের অক্টোবরে। টিআইবির সেই রিপোর্ট ছিল ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন আমলের।

তিনি বলেন, পরবর্তীতে বিএনপির শাসনামলে সূচকের উন্নতি হয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল। তখন সরকারি কোন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে গেলে অনুমতি লাগত না। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই আইন পাল্টে ফেলে। এ সময় আবারও জোর দিয়ে তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বারবার মুক্ত করেছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে আগামীতে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানা হবে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটানো হবে। কারণ রাষ্ট্র পরিচালনায় আপনি যত পরিকল্পনা করেন, দুর্নীতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়।

তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার পরিকল্পনা বিএনপি ছাড়া কারো কাছে নেই। শুধু কথার ফুলঝুড়ি দিয়ে একটি রাষ্ট্র চলেনা। কর্মসংস্থান সৃষ্টি হয় না, অর্থনৈতিক সক্ষমতা অর্জন করা যায় না। এসব কিছুর জন্যই প্রয়োজন পরিকল্পনা।

তিনি বলেন, আমরা আগামী রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা ঘোষণা করেছি। সেখানে কৃষকদের জন্য ফার্মাস কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডের কথা বলেছি। একজন কৃষক, গ্রামের একজন প্রান্তিক মা এই কার্ডের মাধ্যমে নিজেকে নিজের পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের পতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের পরিকল্পনা শেষ এখন শুরু বাস্তবায়নের। আপনারা সারা দেশের ছড়িয়ে পড়ুন। প্রত্যেকটি ঘরে ঘরে যান। মানুষ বিএনপিকে ভোট দেবে অথচ বিএনপি তাদেরকে কি দেবে সেটা তাদের বোঝান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত