দুই দিনের জেল শেষে জামিনে মুক্ত নির্মাতা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮
দুই দিনের জেলজীবন পেরিয়ে জামিনে মুক্ত হলেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিংকুর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, রাজনৈতিক পদবী থাকায় সন্দেহভাজন হিসেবে রিংকুকে গ্রেফতার করা হয়। আইনি মোকাবিলায় তার জামিন হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন রিংকু।
গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান নামের একজন গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলার আসামী দেখিয়ে গ্রেফতার করা হয় নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে।
২৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে গুলশান থেকে রাফাত মজুমদার রিংকুকে আটক করে গুলশান থানা পুলিশ।
রিংকু এই সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন। তার নির্মিত নাটকের সংখ্যা শতাধিক। রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, রূপান্তর, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্ল প্রভৃতি। এর মধ্যে চলতি বছর ‘রূপান্তর’ নাটক নির্মাণ করে প্রচুর হুমকির মুখে পড়েন রিংকু। অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করছে। এরপর নাটকটি অন্তর্জাল থেকে সরিয়ে নেওয়া হয়। নির্মাতা প্রকাশ করেছেন দুঃখ।
এর বাইরে নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত