গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৪৭ জন

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ জুন ২০২৩, ১৭:৫৫ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৫৮

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৪৭ জন। এ সময় মারা গেছেন দুই জন।

বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১২৭ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪১১ আছেন জন, বাকি ৬৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই হাজার ৭২০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন দুই হাজার ২২১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত