টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর প‌ক্ষে শ্রদ্ধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:২২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর প‌ক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়ে‌ছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সা‌ড়ে ১০টায় রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর প‌ক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধের বেদী‌তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প‌রে রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর সাম‌রিক স‌চিবদ্বয় বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদস্য‌দের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে সুরা ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজাত ক‌রেন।

এরপর আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য ও সংসদ সদস্য লেফটেন্যান্ট ক‌র্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দলীয় সভাপ‌তির প‌ক্ষে ও প‌রে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমা‌ধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

এ সময় আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য জাহা‌ঙ্গীর ক‌বির নানক, সংসদ সদস্য শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ ফ ম বাহাউদ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক এস এম কামাল হো‌সেন, শ্রম বিষয়ক সম্পাদক হা‌বিবুর রহমান সিরাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। 

প‌রে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহ‌যো‌গী সংগঠন এবং বি‌ভিন্ন সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠ‌নের প‌ক্ষে বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা জানা‌নো হয়।

জাতির পিতার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে নবরূপে। সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন করা হয়েছে। করা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। পুরো সমাধি কমপ্লেক্সে আলোকসজ্জা করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত