টঙ্গীবাড়ীতে দরজার পাড় ও নয়াকান্দি পঞ্চায়েতের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাফিল  

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ |  আপডেট  : ১২ মার্চ ২০২৫, ২০:৫৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার  যশলং ইউনিয়নের দরজার পাড় ও নয়াকান্দি পঞ্চায়েতের উদ্যোগে  ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে বাদ আসর দরজারপাড় মসজিদ মাঠ প্রঙ্গণে এক ওয়াজ  ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত ওয়াজ মাহফিলে দরজার পাড় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ দাদন মিয়া বকাউলের  সভাপতিত্বে ও  মুফতি  সুলতান মাহমুদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের নির্বাচিত কমিটির ৭ নং সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন,যশলং ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি খায়রুল কবির কাজল হাওলাদার,,যশলং ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবুল হালদার,মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান দেওয়ান,টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান বেপারী,যশলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হাজী মোঃ ইবরাহীম সরদার।

উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহামান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও পীর সাহেব বাহাদুরপুর  আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জিয়ানগর জামে মসজিদ  শুভানা দক্ষিন কেরানীগঞ্জ ঢাকা খতিব মুফতি সালাহ্ উদ্দীন খোরশেদী । বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাসচিব ও শাইখুল হাদীস, সেরাজাবাদ মাদরাসা, মুন্সীগঞ্জ মুফতি ইসমাঈল হোসেন বিক্রমপুরী,মাওলানা শাহ্ আলম ফারুকী দা.বা.,মাওলানা শহিদুল ইসলাম আরেফী দা.বা.।

উল্লেখ্য আগামী ৬ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক মফিজুল ইসলাম সাগরের পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে   দরজার পাড় ও নয়াকান্দি ওয়াজ ও দোয়া মাহফিলের  আয়োজন করা  ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত