ঝিকুট ফাউন্ডেশন সরকারি হরগঙ্গা কলেজ সমন্বয় পরিষদ অনুমোদিত

  প্রেস রিলিজ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ২০:১০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫

মঙ্গলবার বিকেল ৪ টায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন সরকারি হরগঙ্গা কলেজের ৩ সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ অনুমোদিত হয়েছে।

গত ২৪ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টায় ঝিকুট ফাউন্ডেশনের সদস্য সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মো. তালহাকে জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম ১ মাসের জন্য প্রধান সমন্বয়ক হিসেবে ঘোষণা করেন।

পরিষদের অন্য সদস্যদের মধ্যে সমন্বয়ক হিসেবে সরকারি হরগঙ্গা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র মো. শাকিবুল ইসলাম সিফাত ও একাদশ শ্রেণির ছাত্র তানজিল আহসান রাতুলকে ঘোষণা করেন।

ঝিকুট ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয়ে কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার বিখ্যাত রাবিন্দ্র গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, কথা সাহিত্যিক শাহানা আফরোজ, সমাজসেবক জাহাঙ্গীর আলম জাহিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি খন্দকার মো. আনোয়ার হোসেন, ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক শোভন সারোয়ার, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়া, ঝিকুট ফাউন্ডেশন ব্লাড পরিষদের প্রধান সমন্বয়ক শেখ বাধন প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল ও সভাপতি আব্দুল্লাহ কাদের নব গঠিত ঝিকুট ফাউন্ডেশন সরকারি হরগঙ্গা কলেজের ৩ সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় অনুমোদন দেন।

উল্লেখ্য গত ২৪ নভেম্বর ২০২৩ খ্রী. উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনকে ঘোষণা করেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম।

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, শরিয়তপুর পালং মডেল থানার সাবেক ওসি মোহাম্মদ আক্তার হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, এমসিবি ফাউন্ডেশনের সভাপতি হমায়ুন কবির সাগর, কনসার্নস অব ইমপ্রেস গ্রুপের সিএফও শহিদুল ইসলাম এফসিএমএ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মো. আরশাদ হোসেন আকাশ, কথা সাহিত্যিক শাহানা আফরোজ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, সমাজসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরতুজা আল আশরাফি প্রমুখ।

বি. দ্র. : যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি।
৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম।
৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত আছে।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত