জোয়ারের আঘাতে লণ্ডভণ্ড সেন্ট মার্টিন, ১১টি হোটেল বিধ্বস্ত!

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:১৯ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢেউয়ের আঘাতে লণ্ডভণ্ড সেন্ট মার্টিন। জোয়ারের আঘাতে ১১টি হোটেল বিধ্বস্ত হয়েছে।
সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, গত দুই দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢেউয়ের আঘাত যেন তাণ্ডব চালিয়েছে। পাকা স্থাপনাসহ ১১টি হোটেলে তছনছ হয়ে গেছে। এছাড়া উপড়ে গেছে অধিকাংশ গাছপালা।
ক্ষতি হাওয়া হোটেলগুলো হলো, হোটেল অবকাশ পর্যটন, নোনাজল বীচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বীচ ক্যাম্প রিসোর্ট, নিল হাওয়া বীচ রিসোর্ট, শান্তি নিকেতন বীচ রিসোর্ট, মেরিন বীচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সিভিউ রিসোর্ট, ডিমার্স প্যারাডাইস রিসোর্ট, সানডিবিস রিসোর্ট।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢেউয়ের আঘাত তাণ্ডব চালিয়েছে। ১১টি হোটেলে বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় দ্বীপের বিভিন্ন অংশের গাছপালা ভেঙে লোকালয়ে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এই রকম ভয়াবহতা এর আগে দেখেনি দ্বীপবাসী।
সেন্ট মার্টিনের উত্তরপাড়ার বাসিন্দা ওসমান বলেন, বীচ সংলগ্ন হোটেলেগুলো জোয়ারের পানির আঘাতে অধিকাংশ তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতি ভেসে উঠছে। এবারের মতো এত ভাঙন আগে দেখিনি।
আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, সেন্ট মার্টিনে টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। গত দুই দিনের জোয়ারের পানিতে লন্ডভন্ড সেন্টমার্টিনের চারপাশ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, সেন্টমার্টিনে জোয়ারের পানির আঘাতে বেশ কয়েকটি হোটেল ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি। পাশাপাশি ঘরবাড়িও। বিষয়টি আমরা দেখছি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত