জিপিএ-৫ পেয়ে বাগেরহাটের শেখ শাহরিয়ার আলি মুগ্ধের অসাধারণ কৃতিত্ব

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৩ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ২০:২৬

এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের পিসি কলেজ রোড এলাকার মেধাবী শিক্ষার্থী শেখ শাহরিয়ার আলি মুগ্ধ অর্জন করেছে অসাধারণ সাফল্য। সে এবার জিপিএ-৫ পেয়ে নিজের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

শেখ শাহরিয়ার আলি মুগ্ধ বাগেরহাট সরকারি পিসি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে ১,৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১,২০৪ নম্বর, যা তার একনিষ্ঠ পরিশ্রম ও মেধারই প্রমাণ।

তার এই সাফল্যে পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে মুগ্ধের বাবা শেখা শাহেদ আলী রবি, পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ, সন্তানের এমন অর্জনে আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলের এই সাফল্য আমাদের জীবনের বড় আনন্দ। আমরা চাই, সে ভবিষ্যতে একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ হয়ে দেশের জন্য কাজ করুক।

এদিকে পিসি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী শেখ শাহরিয়ারের এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেন, শেখ শাহরিয়ার আলি মুগ্ধ নিয়মিত অধ্যয়ন ও একাগ্রতার মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমরা তার ভবিষ্যতের জন্য আরও বড় সাফল্য কামনা করি।

এলাকাবাসীও মুগ্ধের এই কৃতিত্বে গর্বিত তারা জানান, এমন মেধাবী শিক্ষার্থীর সাফল্য অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শেখ শাহরিয়ার মুদ্ধ জানায়, আমি উচ্চশিক্ষা অর্জন করে দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। আমার এই সাফল্যে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।

পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের এই দৃষ্টান্ত নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত