চিকিৎসার জন্য বাংলাদেশে আসার পরিবেশ তোইরি করতে চান স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:০২ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, যথাযথ সুযোগ-সুবিধা পেলে বাংলাদেশের বিশ্বে অনেক সুনাম অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা যদি ভালো চিকিৎসার দৃষ্টান্ত তৈরি করতে পারি তাহলে বিদেশের অনেক দেশ থেকেই আমাদের এখানে রোগী আসবে। সেটাই কিন্তু প্রধানমন্ত্রীর অন্যতম একটি ইচ্ছা। তিনি চান– এমন একটি পরিবেশ তৈরি করতে যাতে মানুষ চিকিৎসা নিতে সিঙ্গাপুর না যায়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার সাফল্য নির্ভর করে কিন্তু সবার ওপর। আমার কোনও চাওয়া-পাওয়া নেই। আমার সন্তানরা বিদেশে থাকে, আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে থাকি। শুধু ডাল-ভাত খেতে পারলেই বাঁচি। আমি সততার সঙ্গে চেষ্টা করবো স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করতে। প্রধানমন্ত্রী আমাকে বার্ন ছাড়তে মানা করেছেন, আমি বার্নের সঙ্গেই থাকবো। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কতগুলা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আলাপ করছিলাম। শিশু আয়ানের ঘটনা প্রসঙ্গে তিনি জানতে চাইলেন- এমন দুর্ঘটনা কেন হয় খতিয়ে দেখতে হবে। প্রথমেই যে চিকিৎসককে দোষী করা হয় এটা ঠিক না। আমাকে আগে দেখতে হবে আমার চিকিৎসক সত্যি দায়ী কিনা। শুধু চিকিৎসককে দোষ দিলেই হবে না। এখানে অনেক কিছু দেখতে হবে। আমি ওই লক্ষ্যেই কাজ করবো।
এ সময় স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, আমি কোনোদিন কোনও অসৎ কাজ করিনি। জীবনে কখনও কোনও অনিয়ম করিনি। আর কোথাও কোনও অনিয়ম হলে সেটা সহ্যও করবো না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি। সেটার আস্থা প্রধানমন্ত্রী রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত