গুলিস্তানে ট্রাকচাপায় প্রাণ গেল দুই হোটেল কর্মচারীর
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১০:০৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭
রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন-জাকির হোসেন (৩০) ও শাকিল (১৫)।
শুক্রবার সকালে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজী আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, তারা দুজন রাজসুপার মার্কেটের রাজ হোটেলের কর্মচারী। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দুজন হোটেলের ময়লা ফেলতে যাচ্ছিলেন। রাস্তা পার হবার সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশের টহল টিম সঙ্গে সঙ্গে ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে। মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত