খালেদা জিয়া করোনায় আক্রান্ত, অবস্থা স্থিতিশীল : মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৭:১২ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ এপ্রিল) বিকেলে বিএনপি মহাসচিব গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন,  খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি।  

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।  

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন এর আগে শনিবার (১০ এপ্রিল) বলেছিলেন,  খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়নি, এ বিষয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। তাকে জিজ্ঞেস করতে হবে।

মির্জা ফখরুল নিজের করোনা পরীক্ষা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন,  ৭/৮ দিন আগে করেছি,  রিপোর্ট নেগেটিভ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত