করোনায় মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১১:২৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬

এবার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ভারতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তার কোভিড পরীক্ষা করানো হয়। পরে রিপোর্ট পজিটিভ এলে স্থানীয় একটি কোভিড-১৯ সেন্টারে তাকে ভর্তি করা হয়। শ্বাস-প্রশ্বাসে কষ্ট ও শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকে তার। শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে আরেকটি বড় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

১৯৮৯ সালে 'ইনা মিনা ডিকা' ছবি দিয়েই সিনেমা জগতে পা রাখেন কিশোর নন্দলস্কর। এরপর 'মিস ইউ মিস', 'গাওন থোর পুডারি চোর', 'জারা জাপুন কারা', 'মধ্যমবর্গ—দ্য মিডল ক্লাস'-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। 'খাঁকি', 'বাস্তব : দ্য রিয়েলিটি', 'সিংঘম'-এর মতো সুপারহিট বলিউড সিনেমাতেও ছিলেন তিনি। গোবিন্দার 'জিস দেশ মে গঙ্গা রাহতা হ্যায়' ছবির 'সন্নাটা' চরিত্রে অভিনয়ের জন্যই দর্শক সবচেয়ে বেশি তাঁকে মনে রেখেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত