ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবসের আলোচনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:১০ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

বক্তব্য রাখছেন প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন

১৭ ডিসেম্বর সকালে বিজয় নগরস্থ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের পরিচালক ও বিএমএ-এর সাবেক মহাসচিব ডা. কাজী সহিদুল আলম।প্রধান বক্তা ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক, ইসলামি ব্যাংক ফাউন্ডেশন কমিটির সাবেক সদস্য, লেখক- গবেষক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে  ইসলামি ব্যাংক ফাউন্ডশন কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর সালেহ জহুর, নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভির আহমদসহ সকল সদস্যগণ বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল সংযোগে যুক্ত হন। 

বক্তব্য রাখছেন প্রধান অতিথি ডা. কাজী সহিদুল আলম

প্রধান অতিথির ভাষনে ডা. কাজী সহিদুল আলম দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় ও দায়িত্ববোধ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

প্রধান আলোচক মো. জয়নাল আবেদীন ব্রিটিশ আমল থেকে পাকিস্তানের ২৩ বছরে বাঙালির আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বঙ্গবন্ধুর নেতৃত্ব ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালির ইস্পাতকঠিন ঐক্য ও মুজিব নগর সরকার প্রধান তাজউদ্দীন আহমদের ভূমিকা ব্যাখ্যা করেন।

আলোচনা শেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কাআ
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত