আরেকটি নক্ষত্রের পতন, বাকরুদ্ধ হয়ে গেছি : অঞ্জনা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৯:৫৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২০
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সারে ১২টার দিকে না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের নায়ক ওয়াসিম। তার মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন জন শোক জানিয়েছেন।
ওয়াসিমের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন বলে উল্লেখ করেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আরেকটি নক্ষত্রের পতন। আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শক্তিমান চিত্রনায়ক ওয়াসিম ভাই আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। কি বলবো আসলেই বাকরুদ্ধ হয়ে গেছি। কিছুই বলার নেই।’
তিনি আরও বলেন, ‘আমার সাথে অসংখ্য সুপার বাম্পারহিট চলচ্চিত্রের নায়ক হিসেবে তিনি অভিনয় করেছেন। আপনি বেঁচে থাকবেন আপনার অমর কাজের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বপ্নীল আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে।’
ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ওয়াসিমের সঙ্গে অভিনীত উল্লেখযোগ্য দর্শকনন্দিত চলচ্চিত্রগুলো তুলে ধরেন অঞ্জনা। সিনেমাগুলো হচ্ছে-
১।নূরী
২। প্রেমের সমাধি
৩। ইমানদার
৪। দিদার
৫।ডাকু ও দরবেশ
৬। জুলুমের বদলা
৭। সংঘাত
৮। যাদুপুরী
৯। নান্টুঘটক
১০। হীরামন
১১। আলাদীন আলীবাবা সিন্দাবাদ
১২। রাজ মুকুট
১৩। রাখে আল্লাহ মারে কে
১৪।খঞ্জর
১৫। নাগমাতা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত