আমের খোসায় রূপচর্চা
প্রকাশ: ৩ জুন ২০২৪, ১২:৫১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫
আমরা আম খেয়ে এর খোসা ফেলে দিই। তবে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিতে ভরপুর আমের খোসা। ফেলে না দিয়ে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন এটি। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে আমের খোসার ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। আমের খোসায় থাকা যৌগ যেমন পলিফেনল এবং ক্যারোটিনয়েড, ফটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য প্রদর্শন করে। আমের খোসার নির্যাস সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। জেনে নিন কীভাবে ফেস প্যাক বানাবেন আমের খোসা দিয়ে।
পাকা আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কাজ করে এটি। আমের খোসায় এমন কিছু উপাদান রয়েছে যা ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। প্রয়োজন মতো আমের খোসা গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
# আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে মিহি পেস্ট বানিয়ে নিন।
# ১ টেবিল চামচ মধু ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
# আমের খোসার গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে নিন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত