আকুতি
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১০:২৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫
এই পথ ধরে প্রেমিকার বাড়ি
কতোশত লুকোচুরি
স্কুল পলাতক সৈনিকের আহাজারি
ধ্যানে নিবিষ্ট জাগতিক প্রেম
এই সব ভুলে সব ঋষি
প্রেমের দায়ে অভিযুক্ত...
লুক্রেতিউস আহারে কি প্রেম
ঠোঁটে গালে জিহ্বায়
ততোদিনে কোমল নিকোটিন
ফুসফুসের বেশ দখলে...
তবুও
এই বেশ ভালো প্রেম
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত