সরকারি হাসপাতালে একযোগ র্যাবের অভিযান , আটক ৩০
প্রকাশ : 2024-02-28 14:25:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজধানীর হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিস্তারিত>
সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জন দালালকে আটক করেছে র্যাব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।
মেজর নাজমুল্লাহেল বলেন, র্যাব মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে। দালাল চক্র হিসেবে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ২৫ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে সাজার আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৭ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন দালাল আটক করতে পেরেছি। এছাড়া পঙ্গু হাসপাতাল থেকেও আটক করা হয়েছে। এখনো অভিযান চলমান আছে।
সা/ই