টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী বাজার চৌরাস্তায় ট্রাফিক জ্যাম নিরসনে নিয়োজিত ১৪ জন লাইনম্যানসহ উপজেলার বিভিন্ন এলাকার আপদকালিন সময়ের কারণে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ রবিবার সকালে উপজেলার মারিয়ালয় গ্রামে তার নিজস্ব বাসভবনে এই সমস্ত নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ব.ম শামীম, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডি এম বেলায়েত শাহীন উপস্থিত ছিলেন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়। যারা ছবি তুলতে স্বাচ্ছন্দ বোধ করেননি, তাদেরকে ছবি তোলার বাইরে রাখা হয় এবং যাদের ছবি তোলা হয়েছে এমনভাবে তোলা হয়েছে যাতে চেহারা বুঝা না যায়।