গ্রামনগর বার্তা: লৌহজং( মুন্সীগন্জ) আজ লৌহজংয়ের হলদিয়া বাজারের দোকানদার গন নিজ অর্থায়নে হলদিয়া বাজারে ৫০ জন অতি দরিদ্র দোকানদারদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করে। থানা নির্বাহি অফিসার কবিরুল ইসলাম খান, এসময় উপস্থিতছিলেন লৌহজংথানা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, বাজার কমিটির সভাপতি শংকর ঘোষ, খোরশেদ আলম মোল্লা, আল মামুন খান, নয়ন বেপারী, ইউনিয়ন সদস্য লক্ষ্মণসরকার সহ স্হানীয় গন্যমান্য বাজার কমিটির সদস্য বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকতা বিধি অনুযায়ী ত্রান সামগ্রী তিন ফিট দুরত্বে বসে তাদের মধ্যে বিতরন করেন। তিনি হলদিয়ার স্হায়ী দোকানদারকে এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।